
এইচ এম মাহবুবুর রহমান তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে সায়েন্সল্যাবে বিক্ষোভ মিছিল
সিরাজগঞ্জের তাড়াশে ফিলিস্তিনে চলা ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ মিছিল করেছেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ তাড়াশ উপজেলা শাখা ।
আজ সোমবার (৭ এপ্রিল) দুপুর ১১টায় তাড়াশে প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেন তারা।
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ তাড়াশ উপজেলা শাখার সভাপতি মুফতি সানাউল্লাহর সভাপতিত্তে বিক্ষোভে উপজেলার বিভিন্ন ওলামা, মাশায়েখ, ইমাম, মোয়াজ্জিন, ছাত্র জনতা, মুসলিম উম্মাহ ও সাধারণ পথচারীরা অংশ নেন।
ওলামায়ে কেরাম বলেন , ফিলিস্তিনে নারকীয় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। সেখানকার হাজার হাজার নিরপরাধ শিশুকে হত্যা করা হচ্ছে। এই হত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার দাবিতে তারা বাংলাদেশ থেকে সংহতি জানাতে রাজপথে নেমেছেন।
মিছিলে অংশ নেওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াশ উপজেলা শাখার সভাপতি প্রভাষক আল মামুন বলেন, ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের সাধারণ মানুষকে হত্যা করছে সেই দৃশ্য দেখার মতো না। বিশ্বে এভাবে নারকীয় হত্যাকাণ্ড চলতে পারে না। বিশ্বের সব মুসলিম দেশকে এই হত্যার প্রতিবাদে সোচ্চার হতে হবে৷। আমরা এই হত্যার প্রতিবাদ জানাচ্ছি।ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ আল ইমরান বলেন, আমরা আধুনিক বিশ্বে বসবাস করছি। বিশ্বের বিভিন্ন দেশ মানবাধিকার নিয়ে কথা বলে অথচ আজ ফিলিস্তিনে যা হচ্ছে তা চরম বর্বরতা ও মানবাধিকারের লঙ্ঘন৷ কিন্তু বিশ্বের মোড়ল দেশগুলো চুপ৷ এভাবে চলতে পারে না। অনতিবিলম্বে এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। সেখানকার নাগরিকদের স্বাধীনভাবে বাঁচতে দিতে হবে।বিক্ষোভে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ তাড়াশ উপজেলা শাখার সভাপতি মুফতি সানাউল্লাহ ইসরায়েলের পণ্য বয়কটেরও অহ্বান জানান। তৌহিদি জনতা মিছিল নিয়ে তাড়াশ পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।