
কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলী বাহিনী কর্তৃক নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে পঞ্চগড়ে বোদা ছাত্র জনতা।সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় বোদা বাসস্ট্যান্ড কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গে সাধারণ ছাত্র-জনতা জড়ো হয়ে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করেন। পরে বিক্ষোভ মিছিলটি বোদা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শহরের প্রধান প্রধার সড়ক প্রদক্ষিণ করে বোদা বাসস্ট্যান্ড কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গে সামনে বিক্ষোভ সমাবেশ করেন। কর্মসূচীতে বিভিন্ন স্তরের বিভিন্ন শ্রেণী পেশার মুসলমান গণ অংশগ্রহণ করেন।এ সময় বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলী দখলদার বাহিনীর দ্রুত হামলা বন্ধের দাবী জানান। এছাড়াও বিশ্ব মানবতার এই দুর্দিনে সবাইকে নিপিড়ীত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে নেতানিয়াহু সরকার ও ইসরায়েলকে বিচারের মুখোমুখী করার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি জোর দাবী জানান তারা।