
মো;তারিকুর রহমান স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রতিনিয়ত কাজ করছে জেলার ট্রাফিক বিভাগ মোটরসাইকেলে হেলমেট, ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির বৈধ কাগজপত্র না থাকায় গাড়ি আটকসহ বিভিন্ন অপরাধের দরুণ মামলা দেওয়া হচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ সড়কে যাত্রী ও পন্যবাহী কিছু সংখ্যক যানবাহন যত্রতত্র যাত্রী উঠানো নামানো ও অবৈধভাবে পার্কিং করে যানজটের মত জনদুর্ভোগ সৃষ্টি করছে। পথচারীদের জনদুর্ভোগ লাঘবে ও জনসচেতনতা সৃষ্টির লক্ষে জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা আজ ০৭ এপ্রিল ২০২৫ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় বাসমালিক সমিতির নেতৃবৃন্দ, ইজিবাইক ও অটোরিকশা চালকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে ট্রাফিক সচেতনতামূলক সভার আয়োজন করেন। পুলিশ সুপার বলেন, অদক্ষরাই বেশি দুর্ঘটনার শিকার হয়। তাদের ভুলের জন্য পুরো পরিবারকে মাশুল দিতে হয়। তাই ড্রাইভিং লাইসেন্সবিহীন চালক, অনুমোদনহীন ও ফিটনেসবিহীন মোটরযানের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান চলমান থাকবে। এসময় তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।