
মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধঃ
দিনাজপুর জেলার বিরামপুর বাংলাদেশ জামায়াতে ইসলামী, ওয়ালামাদল,ছাত্র-অধিকারসহ সর্বস্তরের জনগনের আয়োজন গাজায় বর্বর হালমার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।
সোমবার (৭ এপ্রিল) বিকাল ৩টার দিকে বিরামপুরস্থ ঢাকা মোড়ে গাজায় বর্বর হালমার প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনাজপুর-৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম, বিশেষ অতিথি কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী মুহাদ্দিস ডক্টর এনামুল হক, বিরামপুর উপজেলা আমীর হাফিজুল ইসলাম, সেক্রেটারি আবু হানিফ প্রমূখ।
বক্তরা গাজায় নিহতদের রুহের মাগফেরাত ও শান্তি কামনায়সহ
বর্বর গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সমাবেশ শেষে সর্বদলীয় ও জনসাধারণের উদ্দোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিরামপুরস্থ ঢাকা মোড়ে গিয়ে শেষ হয়।