
রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি: কুমিল্লার হোমনার দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া মাহফিল ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম মফিজুল ইসলাম শরিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ খাইরুল বাশার, শিক্ষক প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন, দুলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন সরকার, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র শিক্ষক এসএম রাজটীকা, সিনিয়র শিক্ষক মোঃ আলতাফ হোসেন প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, দুলালপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোঃ শাহ জালাল প্রধান, দুলালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, দুলালপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, দুলালপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ ইউনুস মিয়া প্রধান, হোমনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ বাবু সরকার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এনকে ইয়ামিন সরকার সানি, রামকৃষ্ণপুর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওলী উল্লাহ ভূঁইয়া, অত্র বিদ্যালয়ের শিক্ষক মোঃ হাবিবুর রহমান প্রমুখ।এছাড়াও অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। পরে পরীক্ষার্থীদের সাফল্য কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মোঃ আবুল বাশার।