
রাজধানীর পল্লবী থেকে ২০ কেজি গাঁজা ও ২৫ গ্রাম হেরোইনসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা হলেন, মো.রনি আল আমিন জয় (২৫), মো. মাকসুদ (২৫),সাকিবুল হাসান (২৩) ও সুরুজ রহমান (২৪)।
রবিবার রাতে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়। সোমবার (৭ এপ্রিল) দুপুরে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,এদিন রাতে পল্লবী থানাধীন সেকশন-১১, ব্লক-সি, এভিনিউ-৫, ১৪ নং লাইন ১৩ নং বাসা ধৃত আসামী রনি (২৪) ভাড়া বাসার ঘরের ভিতর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয় করা কালীন সময়ে রনিসহ ৪ জন আসামী গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিশ কেজি নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা ও ২৫ (পচিশ) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়েছে।
আসামীদেরকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হইবে।
থানার রেকর্ডপত্র ও সিডিএমএস যাচাই করে আসামীরনি আল আমিন এর বিরুদ্ধে মাদক,মারামারি,দস্যুতা ও খুন সহ আটটি মামলা পাওয়া যায়।
ডিআই/এসকে