
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাড়াশি অভিযান পরিচালনা করে সন্ত্রাস বিরোধী আইন ও ডাকাতি প্রস্তুতিসহ বিভিন্ন অপরাধে জড়িত ৯ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
সোমবার (৭ এপ্রিল ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
গতকাল রবিবার (৬ এপ্রিল ) দিনব্যাপী মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-রাশেদ (২৩),শুকুর আলী (২১),সোহাগ (২২),ইসমাইল হোসেন (২১),বাবুল (৪৫),রাব্বি (২০),নাবিদ আহমেদ ওরফে নব (২৪),রবিন মিয়া (২৬) ও আরমান (বয়স উল্লেখ নাই)।
মেহেদী হাসান বলেন,গতকাল রবিবার (৬ এপ্রিল ) দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক সাড়াশি অভিযানে বিভিন্ন পয়েন্ট হতে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে,দস্যুতা ১ জন,ডাকাতি প্রস্তুতি ৩ জন,সন্ত্রাস বিরোধী আইন ২ জন,অন্যান্য মামলা ২ জন,পরোয়ান ১ জন।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
ডিআই/এসকে