
আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার আমতলীর একে মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ও এস,এস সি ভোকেশনাল পরীক্ষার্থীদে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বজলুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন আমতলীর সহকারী কমিশনার ভুমি তারেক হাসান ।বিশেষ অতিথি ছিলেন খেলাফত আন্দোলনের বরগুনা জেলা শাখার সহসভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. তুহিন মৃধা, জামায়াতে ইসলামীর আমতলী উপজেলা শাখার আমির মাওলানা মো. ইলিয়াস হোসাইন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত শিক্ষক মাওলানা মো.আব্দুল খালেক,সিনিয়র শিক্ষক সেকান্দার বিএসসি, নুরইসলাম, মো.সিদ্দিকুর রহমানসহ অভিভাবক ও পরীক্ষার্থীরা ।