
“আশার আলো ছড়াই, সেবায় সবাইকে জড়াই ” এই স্লোগান’কে মননে ধারণ করে মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সমাজসেবামূলক সংগঠন স্বপ্নের খৈয়াছড়া’র কার্যকরী পরিষদ গঠিত হয়েছে। শনিবার (৫ এপ্রিল) উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্থ পূর্ব খৈয়াছড়া গ্রামের ভেন্ডার পাড়ায় স্বপ্নের খৈয়াছড়া’র কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় উপস্থিতির সর্বসম্মতিক্রমে মোঃ জাহেদ’কে সভাপতি এবং নুর আহমেদ’কে সাধারণ সম্পাদক করে ২০২৫-২০২৬ সালের জন্য ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয় যাহা সংগঠনের প্রধান উপদেষ্টা একরামুল হক এবং উপদেষ্টা সচিব ওমর ফারুকের যৌথ সাক্ষরে অনুমোদিত হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি মোঃ নুর উদ্দিন, সহ সভাপতি মোঃ ইউসুফ, যুগ্ন সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন সজিব, যুগ্ন সাংগঠনিক সম্পাদক মোঃ শাহরুখ ইসলাম, অর্থ সম্পাদক মোঃ নুর ইসলাম রিপন, সহ-অর্থ সম্পাদক রিয়াদ হোসেন, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক কামরুল হোসেন, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক আরিফ উদ্দিন, ক্রিড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর মোহাম্মদ জাকারিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইফতেখার চৌধুরী, পরিবেশ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সরওয়ার উদ্দিন মুন্না। কার্যনির্বাহী সদস্যরা হলেন, নবী আহমেদ রনি ও দিদার হোসেন। নবগঠিত কার্যকরী পরিষদের সভাপতি মোঃ জাহেদ বলেন, এই সংগঠনটি পূর্ব খৈয়াছড়া ভেন্ডারপাড়ার স্থানীয় যুবসমাজের উদ্যোগে গড়ে ওঠা একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম। সংগঠনের মূল লক্ষ্য সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, পরিবেশ রক্ষা, শিক্ষা ও সংস্কৃতি ক্রীড়া ও সাহিত্যের উন্নয়নসহ সামগ্রিক মানবকল্যাণে কাজ করা। নতুন কার্যকরী পরিষদের নেতৃত্বে সংগঠনটি সমাজে ইতিবাচক পরিবর্তন এবং আগামী দিনে সামাজিক কার্যক্রমে আরও বেশি গঠনমূলক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সংগঠনের সদস্যদের আন্তরিক প্রচেষ্টা ও একাগ্রতায় গঠিত এই পরিষদ এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে প্রত্যাশা করছেন সাধারণ সম্পাদক নুর আহমেদ। সংগঠনের উপদেষ্টা পরিষদ নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে সমাজসেবায় আরও বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান।