
ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক যায় যায় দিন পত্রিকার নবীনগর উপজেলা প্রতিনিধি গোলাম মোস্তফা (৫৪) ঢাকা সিএমএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।রবিবার (৬ এপ্রিল) সকাল ৮ টায় তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ঢাকা সিএমএইচ হাসপাতালে ইন্তেকাল করেন।তিনি নবীনগর উপজেলার লাউরফতেহ্পুর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম দানা মিয়ার সন্তান।
মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আছর জানাজা শেষে আহাম্মদপুর গ্রামে স্হানীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।তার মৃত্যুতে নবীনগর সাংবাদিক সমাজের মাঝে শোকের ছায়া নেমে আসে।তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং সাংবাদিক সমাজের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছে।