
ফরিদপুরের বোয়ালমারীতে গৃহবধূর মৃত্যু নিয়ে ধুম্রজাল তৈরী হয়েছে। গলায় ফাঁস হয়ে মারাগেছে বলে জানান শ্বশুর বাড়ির লোকজন। তবে নিহত বাবা মা’র দাবী হত্যা করে গলায় ফাঁস দেয়া হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী মাফুজুর রহমান সজলকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়।
রোববার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার ঘোষপুর ইউনিয়নের ধর্মহাটি দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ রিয়া বেগম ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চিলারকান্দী গ্রামে মো. আরজুল মল্লিকের মেয়ে।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার ঘোষপুর ইউনিয়নের ধর্মহাটি দক্ষিণপাড়া গ্রামের মো. নজরুল মোল্যা ছেলে মাহফুজুর রহমান সজল (৩০) ও তার স্ত্রী রিয়া বেগম (২৪) বাড়িতে ছিলেন। রুমে তারা কথাকাটি করে। পরে নিহতের স্বামী টয়লেটে গেলে এসে দেখেন তার স্ত্রী বারান্দার রুমে ওড়না পেছিয়ে গলায় ফাঁস নেয়।
নিহতের মামা হাসান বলেন, আমার ভাগনীর সাথে জামাইয়ের মনোমালিন্য হয়। এর জের ধরে তাকে মেরে গলায় ফাঁস দেয়ার নাটক করেছে। আমাদের মেয়েকে ওরা মেরা ফেলেছে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, নিহত গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। সেই সাথে নিহতের স্বামীকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ দিলে নেয়া হবে। নিহতের মরদেহ পোস্টমর্টেমের জন্য ফরিদপুর পাঠানো হবে।