
মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে র্দীঘ ১৩ বছর পর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা আদিবাসী উন্নয়ন সংস্থার র্নিবাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে লুইস মুরমু, সাধারণ সম্পাদক পদে মাইকেল হেমব্রম ও কোষাধ্যক্ষ পদে মাইকেল র্মাডী র্নিবাচিত হয়েছে।শনিবার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে শুরু করে বিকেল ৫ টা র্পযন্ত উপজেলার ৪টি কেন্দ্রে একযোগে এ ভোট গ্রহণ চলে। পরে গণনা শেষে রাত ৮টায় উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধান র্নিবাচন কমিশনার মাইকেল টুডুর উপস্থিতিতে সহকারী কমিশনার
(ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ এ র্নিবাচনের ফলাফল ঘোষণা করেন।র্নিবাচনে উপজেলার ১নং বুলাকিপুর ইউনিয়নের ভোটারদের জন্য কানাগাডি় সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২নং পালশা ইউনিয়নে বেলওয়া আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩নং সিংড়া ইউনিয়নে আবিবের পাড়া সেন্টজন মেরী ভিয়ান্নী উচ্চ বিদ্যালয় ও ঘোড়াঘাট পৌরসভা এবং ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের ওসমানপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রায় ১৫ হাজার ভোটারের মধ্যে ৩ হাজার ৫৩৮ জন ভোটারের উপস্থিতিতে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।৫ বছর মেয়াদে ১১ জন জন সদস্যের মধ্যে সভাপতি পদে ৪ জন র্প্রাথী, সাধারণ সম্পাদক পদে ২ জন ও কোষাধ্যক্ষ পদে ২ জন র্প্রাথী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে সভাপতি পদে লুইস মুরমু গরুর গাড়ী প্রতীকে ভোট পেয়েছেন ১ হাজার ১৫৫ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুবাস র্মাডী হারমোনিয়াম প্রতীকে পেয়েছেন ১ হাজার ১২৮ ভোট, সাধারণ সম্পাদক পদে মাইকেল হেমব্রম পাঞ্জি শাড়ী প্রতীকেপেয়েছেন ২ হাজার ১৭২ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিপন বেসরা মাদল প্রতীকে পেয়েছেন ১ হাজার ১৯৬ ভোট ও কোষাধ্যক্ষ পদে মাইকেল র্মাডী কাঁসা লোটা
প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭২৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুয়েল টুডু কোদাল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫৫৩ ভোট।র্নিবাচনের ফলাফল ঘোষণা অনুষ্ঠানে র্নিবাচন কমিশনার মিখাইল র্মাডী, প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং র্কমর্কতা, থানা পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী, র্নিবাচন র্পযবেক্ষক, উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া র্কমীগণ সহ
আরও অনেকে উপস্থিত ছিলেন।