
নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যার্লি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ এপ্রিল) সকাল ১০ টায় জেলা প্রশাসন, জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ র্যার্লি অনুষ্ঠিত হয়। এ র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মো. আরাফাত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য হেমায়েতুল হক হীমু প্রমূখ।