ঢাকা, মঙ্গলবার, ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পারিবারিক ঝগড়ার দু’বছর পর খুন,২৪ ঘণ্টায় গ্রেফতার আসামি মাসুদ
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা পবিপ্রবির সিট প্ল্যান প্রকাশ
দোছড়ি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের দোয়া-বিদায় অনুষ্ঠান সম্পন্ন
সুন্দরবনের ১১০ কেজি হরিণের মাংসসহ ১ শিকারী আটক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফুলবাড়ী উপজেলার আহ্বায়ক হাই-সদস্য সচিব শাওন
চট্রগ্রামের বহিঃনোঙ্গরে ৩হাজার ইয়াবা ও অস্ত্রসহ আটক ২
সুন্দরবনে ১১০ কেজি হরিণের মাংসসহ ১জন গ্রেফতার
গোলপ জারবেরার রাজ্যে নতুন সংযোজন ‘নন্দিনী’
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ৫ হাজার স্বেচ্ছাসেবী যুক্ত করা হবে:ডিএনসিসি প্রশাসক
অপহরণের নাটক সাজিয়ে অভিনব কায়দায় প্রতারণা: মা ও মেয়ে গ্রেফতার
আমতলীতে বিএনপির কর্মীসভাকে কেন্দ্র করে সাবেক সভাপতির বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ
সকল বিরোধীদল জুলুমবাজ শেখ হাসিনার সরকারকে উৎখাত করেছে :কাজী রওনাকুল ইসলাম টিপু
গাজায় হামলার প্রতিবাদে হরিরামপুর ঝিটকাতে বিক্ষোভ মিছিল
ফিলিস্তিনদের প্রতি সংহতি জানিয়ে কালীগঞ্জে বিক্ষোভ
মার্চে সীমান্তে ৩৩৭ বাংলাদেশি ও ১৪ ভারতীয় আটক, মিয়ানমারে ফেরত ৬৪৭

নান্দাইলে যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ব্যস্ততম যানবাহন স্ট্যান্ড নান্দাইল চৌরাস্তা, কানুরামপুর বাজার, নান্দাইল জলসিড়ি বাসস্ট্যান্ড ও নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ডে যাত্রীদের উপর চলছে এক প্রকার যুলুম। ঈদ বকশীশের নামে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে যাত্রীদের কাছ থেকে। ঈদের ছুটি শেষ তাই কর্মস্থলে যেতে হবে নিশ্চিত এ কথাভেবে আর
কোন উপায় না পেয়েই অতিরিক্তি ভাড়া দিয়েই যেতে হচ্ছে বিভিন্ন গন্তব্যস্থানে। অতিরিক্ত ভাড়া আদায়ে ঈদের পূর্ব ও ঈদ পরবর্তী সময়ে বারংবার অভিযান চালিয়ে নিয়ন্ত্রনে আনতে পারছেন না উপজেলা প্রশাসন। ফলে একটি অসাধু চক্র লাভবান হওয়ার আশায় যাত্রীদের সুযোগটাকে কাজে লাগিয়ে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। জানাগেছে, নান্দাইল চৌরাস্তা থেকে ময়মনসিংহ বাসস্ট্যান্ডে যাওয়ার নির্ধারিত ভাড়া ৬০ টাকা থাকলেও ঈদ
বকশীশের নামে ডাবল ভাড়া হিসাবে নিচ্ছে ১২০ টাকা। সিএনজি’ চালিত অটোরিক্সা ভাড়া ১২০ টাকা হলেও জনপ্রতি ২০০ টাকা থেকে ৩০০ টাকা। এছাড়া নান্দাইল চৌরাস্তা হতে গাজীপুর সিএনজি রি·ার ভাড়া নেওয়া হচ্ছে জনপ্রতি ৫০০ টাকা যেখানে ভাড়া মাত্র ২২০ টাকা। একইভাবে নান্দাইল চৌরাস্তা হতে ভৈরব সিএনজি রি·ার ভাড়া হিসাবে ডাবল ভাড়া নিচ্ছে চালকগণ, বাস ভাড়া নিচ্ছে ১৬০ টাকার বিপরীতে ৩৫০ টাকা থেকে ৪০০ টাকা।
নান্দাইল চৌরাস্তা থেকে কিশোরগঞ্জ সিএনজি ভাড়া নিচ্ছে ৩০ টাকা ভাড়া ৬০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত। বাস ভাড়া নিচ্ছে ২০ টাকার ভাড়া ৫০ টাকায়। এমকে সুপার, শালবন, শ্যামল
ছায়া, জলসিড়ি সহ বিভিন্ন ধরনের যানবাহনে সিন্ডিকেট করে চলছে যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায়। ৪০ টাকার বাস ভাড়া ১০০ টাকা, সিএনজির ৬০ টাকার ভাড়া ১৫০ টাকা
থেকে ২০০ টাকা। যেন দেখার কেউ নেই। শহিদ মিয়া নামে গাজীপুরের যাত্রী বলেন, প্রতিবছরই এরকম দূর্ভোগ পোহাতে হয়। যেখানে ২০০ টাকা খরচ হয়, সেখানে ঈদ উপলক্ষ্যে ৬০০ টাকা শুধু ভাড়া বাবদ খরচ হচ্ছে। এছাড়া নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক যাত্রী জানান, আমরা নি¤œ আয়ের মানুষ। এতো টাকা ভাড়া আমরা কিভাবে দিবো ? এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। তবে কয়েকজন গাড়ী চালক জানান, বছরে মাত্র দুইটি ঈদে ঈদ বোনাস হিসাবে কয়েকটা টাকা বাড়তি নিচ্ছি।এরপরেও গন্তব্যস্থান থেকে খালি গাড়ী নিয়ে ফিরে আসতে হয়। এতে আমাদের পোষায় না। তাই একটু বেশি নিতে হচ্ছে। এ বিষয়ে নান্দাইল চৌরাস্তা বাস ও ত্রি-হুইলার মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে কথা বলার চেষ্টা করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তারা এ বিষয়ে কথা বলতে নারাজ। নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুর রহমান বলেন, যাত্রীদের দূর্ভোগের কথা শুনে ঈদের পূর্বে ও ঈদের পরেও বেশ কয়েকবার অভিযান চালিয়েছি। তারপরেও বিষয়টি আবার দেখছি।

শেয়ার করুনঃ