
আত্রাই(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিসের যৌথ আয়োজনে জাতীয় আন্তর্জাতিক ত্রুীড়া দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ এপ্রিল) বিকাল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন। তিনি তার বক্তব্যে ত্রুীড়ার গুরুত্ব ও যুব উন্নয়নে খেলাধুলার ভূমিকা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.মোয়াজ্জেম হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ, একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার সরকার এবং সাবেক ছাত্র প্রতিনিধি মো.তারেক আহমেদ সম্রাট প্রমুখ।