
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের জামছড়ি পয়েন্ট থেকে অভিযান চালিয়ে ২০টি বার্মিজ গরু জব্দ করেছে বিজিবি।রোববার (৬ এপ্রিল) সকালে ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবির) অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির জোয়ানরা সীমান্তবর্তী জামছড়ি হাতিরডিব্বা নামক স্থান থেকে এ সব গরু জব্দ করতে সক্ষম হন।
বিজিবি সূত্রে জানা যায়, ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েসের নির্দেশনায় পরিচালিত অভিযানে এসব বার্মিজ গরু সীমান্ত দিয়ে বাংলাদেশ আসার সময় জব্দ করেন।এ বিষয়ে ১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কফিল উদ্দিন কায়েস বলেন, “অভিযানের সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে সীমান্তে চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত আছে ও থাকবে।এ সময় তিনি জব্দ করা গরুগুলোর সিজার ফরম প্রস্তুত করা হয়েছে এবং বিধি মোতাবেক কাস্টমসের মাধ্যমে দ্রুত নিলামে তোলার কথা জানান।