রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৫ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
রবিবার (৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
গতকাল শনিবার (৫ এপ্রিল) দিনব্যাপী মোহাম্মদপুরের ও আদাবরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
মেহেদী হাসান বলেন, গতকাল শনিবার (৫ এপ্রিল)দিনব্যাপী মোহাম্মদপুর৷ ও আদাবর থানা পুলিশ কর্তৃক সাড়াশি অভিযানে বিভিন্ন পয়েন্ট হতে মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- রুবেল (২৭), মুরাদ (২৫), মিরাজ (২৫), জাবেদ (৩০), সাম(২০), মুনসুর (৩৬), আরিফ (২৪), মন্টি পাটোয়ারী (২৭),জামিল (৪৫), সজল(২৮), রাশেদ (৩০), শোয়েব (২২), তাহিদুল(১৮), মাহাফুজ(১৮), আরিফ(২৫)।
এদের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৯ জন, দ্রুত বিচার আইনের ২জন, ডিএমপি মামলায় ৩জন ও পরোয়ানা ১জন।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
ডিআই/এসকে