
পটুয়াখালী জেলার ১১১ পটুয়াখালী -১ সংসদীয় আসনে দ্বাদশ সংসদ র্নিবাচনে ৮ জনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
পটুয়াখালী জেলার ৪টি আসনের মধ্যে ১১১, পটুয়াখালী- ১ এ হেবিওয়েট র্প্রাথী জাপা কো- চেয়ারম্যান, সাবেক এমপি, হুইপ, মন্ত্রী আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদার, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, এমপি, এ্যাডভোকেট মোঃ আফজাল হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় সদস্য,পটুয়াখালী জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক, দুমকি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ,কে.এম আনোয়ারুজ্জামান চুন্নু মিয়া, ন্যাশনাল পিপলস র্পাটি (এনপিপি) মোঃ নজরুল ইসলাম, জাকের র্পাটি, মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) মোঃ খলিল, বাংলাদেশ কংগ্রেস, মোঃ নাসির উদ্দিন তালুকদার, বাংলাদেশ সাংস্কৃতিক জোট (মুক্তি জোট) মহিউদ্দিন মামুন। এ ৮জন র্প্রাথী পটুয়াখালী- ১ আসনে রির্টানিং র্কমর্কতা জেলা প্রশাসক কুতুবুল আলমের নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন।