
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শাখা ছাত্রলীগের সাময়িক বহিস্কৃত সভাপতি আরাফাত ইসলাম খান সাগরের মার্ষ্টাস ডিগ্রি প্রোগ্রামে র্ভতি আবেদন বাতিল হওয়ায় ছাত্রত্ব হারিয়েছেন । ৯ নভেম্বর বৃহস্পতিবার পোস্টগ্রাজুয়েট স্টাডিজের ডিন প্রফেসর ড. মোঃ ফজলুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ নভেম্বর ২০২৩ খ্রি. তারিখে অনুষ্ঠিত পোস্টগ্রাজুয়েট স্টাডিজ কমিটির ৬৩তম সিদ্ধান্ত মোতাবেক জুলাই-ডিসেম্বর’২০২২ সেশনে মার্স্টাস ডিগ্রী প্রোগ্রামের র্ভতি স্থগিতকৃত ছাত্র মোঃ আরাফাত ইসলাম সাগর ও গোলাম রব্বানী সুহৃদ এর আবেদনে তাদের নিজেদের স্বাক্ষর না থাকায় তাদের আবেদন দুইটি বাতিল হবে র্মমে সিদ্ধান্ত হয়েছে। ফোনে পবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগরের সাথে যোগাযোগ চেষ্টা করা হলেও সম্ভব হয় নাই। এ বিষয়ে পোস্টগ্রাজুয়েট স্টাডিজ এর ডিন প্রফেসর ড. মোঃ ফজলুল হক বলেন, প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত ছিলোনা। এমনকি আবেদনে নিজেদের স্বাক্ষরও ছিলো না।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রার অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু বলেন, ” সে র্বতমানে আমাদের শির্ক্ষাথী নেই। তার মার্ষ্টাস ডিগ্রি প্রোগ্রামে র্ভতি আবেদন বাতিল হয়েছে।
উল্লেখ্য, ২৯ সেপ্টেম্বর নানা অপর্কমের অভিযোগে পবিপ্রবি সভাপতি আরাফাত ইসলাম খান সাগরকে ছাত্রলীগের সভাপতি পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। পরর্বতীতে এ বিষয়ে সাগর জানান, এ সেশনে ব্যক্তিগত ব্যস্ততার কারনে র্ভতি হতে পারিনি। আগামী সেশনে র্ভতি হবো।