
মোঃ কামরুজ্জামান হেলাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি : রাজধানীর বাহিরে এই প্রথম পটুয়াখালী জেলা শহরের ঝাউবন এলাকায় গড়ে উঠেছে খেতাপুড়ি পয়েন্ট নামের খাদ্যের ভাসমান দোকান। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালীর নাগরিক ও খেতাপুড়ি পয়েন্ট’র সত্বাধিকারী মোঃ সাকিবুল ইসলাম সকালের খবর নিউজ পোর্টাল কে বলেন, ঈদের ৪-৫ দিন আগে তিনি পটুয়াখালী পৌর শহরের ঝাউবন এলাকায় খেতাপুড়ি পয়েন্ট নামের খাদ্যের ভাসমান দোকান টি দিয়েছেন। তাঁর ভাই এর ঢাকার মিরপুর -১ ও সাড়ে ১১ তে খেতাপুড়ি’র দোকান রয়েছে। তিনি উক্ত দোকানে তাঁর ভাইয়ের সাথে একসাথে ব্যবসা করতেন। খেতাপুড়ি পয়েন্ট’র সত্বাধিকারী আরও বলেন, নিজ জেলা শহরে ব্যবসা করার ইচ্ছে পোষন করে এবং ভোজন রসিক মানুষদের কথা চিন্তা করে তিনি ঢাকার বাহিরে পটুয়াখালীতে এ খেতাপুড়ি নিয়ে এসেছেন। তাঁর খেতাপুড়ি’র দাম মাত্র প্রতি পিচ৫ টাকা ও সাথে চাটনী ফ্রী এবং সাথে তাঁর খেতাপুড়ি পয়েন্ট এ আছে অন্যান্য আইটেমের সু স্বাদু খাবার। পুরান ঢাকার ঐতিহ্য বাহী খাবার খেতাপুড়ি খেতে তাঁর খেতাপুড়ি পয়েন্ট এ প্রতিদিন নতুন মুখের ক্রেতা সাধারণ আসছেন, খেতাপুড়ি পয়েন্ট এ বসে খেতাপুড়ি খাচ্ছেন ও বাসা – বাড়িতে নিয়ে যাচ্ছেন।