
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি লাভের ভিশন নিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মীদের নিয়ে ঈদ পূনর্মিলনী ও মতবিনিময় সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।আজ ৫ এপ্রিল শনিবার বিকেলে পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে সড়াইল আদর্শ কলেজ মাঠে
এ উপলক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ মোঃ শহিদুল ইসলাম।
ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আবু যার গিফারীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট- ১ আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ।বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ সুজাউল করিম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান মুক্তার, সহ সেক্রেটারি মোঃ আবু রায়হান,জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আবুল বাশার, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওঃ আব্দুল ওয়াদুদ বিন শরীফ ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ শফিকুল ইসলাম প্রমুখ। এ অনুষ্ঠানে মোহাম্মদপুর ইউনিয়নের প্রায় এক হাজারের অধিক নেতাকর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।