
কয়রা (খুলনা )প্রতিনিধি: খুলনার ফুলতলা উপজেলা বিএনপির আহবায়ক আবুল বাশারের ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রা উপজেলা বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১ টায় কয়রা সদরে বিক্ষোভ মিছিল শেষে তিন রাস্তার মোড়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ,খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, আলহাজ্ব আবু সাঈদ বিশ্বাস, বিএনপি নেতা কোহিনূর ইসলাম, শেখ সালাউদ্দিন লিটন, আব্দুস সামাদ, আব্দুর রহিম সানা, আবুল বাশার ডাবলু, মুনছুর রহমান সরদার, মঞ্জুর মোর্শেদ, ডিএম হাফিজুল ইসলাম, মফিজুল ইসলাম, ওসমান গনি খোকন, মাকসুদ, ফারুক হোসেন, আব্দুর জলিল, আনারুল ইসলাম সানা, আশরাফুল ইসলাম পল্টু, যুবদল নেতা এহসানুর রহমান, আকবার হোসেন, আছাদুল ইসলাম, ইউনুছ আলী, মিজানুর রহমান লিটন, দেলোয়ার হোসেন,আনারুল ইসলাম ডাবলু, কৃষক দল নেতা এস এম গোলাম রসুল, আবু সাঈদ মালী, স্বেচ্ছাসেবক দলে নেতা ডাক্তার নুর ইসলাম খোকন, নুরুল ইসলাম খোকা, ডিএম হেলান উদ্দিন, প্রভাষক রবিউল ইসলাম, জামাল হোসেন, রিয়াছাদুজ্জামান বাবলু, ছাত্র নেতা আরিফ বিল্যাহ সবুজ, মাহমুদ হাসান, ইমরান হোসেন প্রমুখ।