
সাতক্ষীরার কালীগঞ্জে সাতক্ষীরার-৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আমিনুর রহমান আমিন উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। (৪ এপ্রিল) শুক্রবার বিকাল ৪ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক,কেন্দ্রীয় যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা ৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আমিনুর রহমান আমিন কালীগঞ্জ উপজেলার রতনপুর, ধলবাড়িয়া, মথুরেশপুর, ইউনিয়নের সাধারণ মানুষের সাথে গণসংযোগ মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক প্রভাষক সাইফুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের উপজেলা সভাপতি মো. রোকনুজ্জামান রোকন সহ বিভিন্ন উপজেলা ওইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।