
নড়াইল জেলা প্রতিনিধি:নড়াইলে ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। শনিবার (৫ এপ্রিল) বেলা ১১ টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের আয়োজনে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের মাল্টিপারপাস হল রুমে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের আহবায়ক আরিফ হাসানের সভাপতিত্বে এবং সদস্য সচিব হামিদুল হক তনুর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মনিরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু, মাহবুব মোর্শেদ জাপল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, পৌর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, সাবেক ছাত্রনেতা মুন্সি শাহিন উল্লাহ মোহন, এস এম হায়াতুজ্জামান, কেন্দীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম শেখ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মো. মিরাজ ইকবল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান শামীম, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি এইচ এম রাশেদ, নড়াইল জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি, সহ-সভাপতি মো. আল আমিন, সাংগঠনিক সম্পাদক রুবায়েত তুরশেদ সাথিলসহ বিভিন্ন ইউনিট ছাত্রদলের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।