ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ক্লাস-পরীক্ষা বর্জন করে নোয়াখালী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
শাহবাগে ফুলের দোকানে আগুন: ঝুলন্ত বৈদ্যুতিক সংযোগ ও হাইড্রোজেন সিলিন্ডার ছিল বিপদের কারণ
সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান
বাঞ্ছারামপুরে বিএনপির ১১ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ
পঞ্চগড়ের বোদায় গুম, খুন, ছিনতাই, ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যদের নিয়ে ঈদ পূর্ণমিলনী
চাঁদাবাজির অভিযোগে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ
রাজধানীর’ খেতাপুড়ি ‘দখল করেছে পটুয়াখালীর ঝাউবন
ঝিকরগাছায় কিশোরকে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট
১৭ বৎসর আন্দোলন সংগ্রাম করেছি ,দরকার হলে আবারো নামা হবে: আজিজুল বারী হেলাল
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল

ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন

ভূরুঙ্গামারী প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ‘সময়নিষ্ঠা ও উন্নয়ন বিষয়ক (মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র) সম্মেলনের উদ্বোধন করা হয়েছে। “মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি” একটি সময় সচেতনতা ভিত্তিক সামাজিক উদ্যোগ, যার মূল লক্ষ্য হচ্ছে—সামাজিক ও শিক্ষাগত পরিসরে সময়নিষ্ঠতা চর্চাকে উৎসাহিত করা এবং উন্নয়নের পূর্বশর্ত হিসেবে সময়ের মূল্যবোধ প্রতিষ্ঠা করা।
কমিউনিটি অ্যাডভান্সড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (CADA) এবং ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির আয়োজনে শনিবার (৫ এপ্রিল) সকাল ৯ টায় ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

সমাজ ও দেশের সার্বিক উন্নয়নে সময়নিষ্ঠার গুরুত্ব তুলে ধরে উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে সমাজকে অনুপ্রাণিত করাই হলো উক্ত সম্মেলনের মূল লক্ষ্য। মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র কো-অর্ডিনেটর স্বপন মাহমুদ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী মোঃ সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সকাল ৯ টায় শুরু হয়।
‘মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র স্বপ্নদ্রষ্টা ও চীফ কো-অর্ডিনেটর রংপুর কমিউনিটি অ্যাডভান্সড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (CADA) ও ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির সাধারণ সম্পাদক, বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস(বগুড়া) মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের অধ্যাপক ডাঃ মোঃ মেফতাউল ইসলাম মিলন এর সূচনা বক্তব্যের মাধ্যমে আলোচনা অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

সম্মেলনে বক্তারা বলেন, সময়নিষ্ঠতা ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাষ্ট্রের সফলতার প্রধান ভিত্তি। সময়কে সঠিকভাবে ব্যবহার করে পরিকল্পিত উন্নয়নই পারে জাতিকে সমৃদ্ধির শিখরে পৌঁছে দিতে। তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সময় ব্যবস্থাপনার শিক্ষায় উদ্বুদ্ধ করা এখন সময়ের দাবি। সম্মেলন থেকে ‘সময়নিষ্ঠ সমাজ’ গড়ার আহ্বান জানানো হয়।

প্রধান আলোচক দেশবরেণ্য বিশিষ্ট কবি সাংবাদিক ও সাহিত্যিক আব্দুল হাই সিকদার তার বক্তব্যে উপস্থিত শিক্ষার্থী সহ সকলের উদ্দেশ্যে বলেন, সময়নিষ্ঠা, শৃঙ্খলা, অধ্যবসায় এর প্রতি যত্নবান হলে জীবনে সাফল্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছানো সম্ভব। তিনি নিজের অঞ্চল হিসাবে তার শৈশবের স্মৃতিচারণ করতে গিয়ে নদীমাতৃক এই জেলার দুধকুমার, ফুলকুমার ও সালমারা নদীর কথা উল্লেখ করেন। তিনি বলেন আমাদের কিছু ক্ষুদ্র স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দেশের বৃহত্তর স্বার্থে বর্তমান সরকার ডঃ ইউনুস কে সমর্থন করা জরুরী। তা না হলে আমরা যদি ক্ষুদ্র স্বার্থে দলাদলি করি, বিভক্ত হয়ে যাই তাহলে এমন বিশ্বমানের একজন নেতার হাত ধরে বাংলাদেশের উন্নয়ন বিঘ্নিত হবে। দীর্ঘ সময়ে দেশটি যতটা পিছিয়ে গেছে তার হাত ধরেই কেবল সম্ভব সেটা পুষিয়ে নেয়া। শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি সময়ের কাজ সময়ে করতে বলেন, মোবাইলের ব্যবহার তথা প্রযুক্তির ব্যবহার বৈশ্বিক উন্নয়নের ক্ষেত্রে প্রয়োজন তবে সেটার জন্য অন্যান্য কাজের মত সময় নির্ধারণ করে করতে হবে বলেও উল্লেখ করেন।অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা, সমাজসেবক, সাংবাদিকসহ সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি সম্মেলনটিকে প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানে সংগঠনের রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থী সহ বিভিন্ন স্তরের সহস্রাধিক সদস্য উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন রংপুরের সভাপতি মোঃ সালেকুজ্জামান, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক কাজী শফিকুর রহমান, বাংলাদেশ বেতার (রংপুর) এর আঞ্চলিক পরিচালক মোঃ আব্দুর রহিম, কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান, নিরাপদ খাদ্য সংস্থার পরিচালক অধ্যাপক ডক্টর মাহমুদুল ইসলাম সেলিম, এবং বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম।মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের প্রভোস্ট ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির সভাপতি ফখরুজ্জামান জেটের সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শওকাত আলী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সাংবাদিক অধ্যাপক আব্দুল হাই শিকদার।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার আন্তর্জাতিক কর্মকর্তা মেজবানুর রহমান লিমন। এছাড়াও স্থানীয় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আজিজুর রহমান সরকার স্বপন, একই কলেজের সাবেক অধ্যাপক কাজী গোলাম মোস্তফা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম ফেরদৌস প্রমূখ। এছাড়াও বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক ব্যক্তিত্ব, কলেজের অধ্যক্ষ, স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুনঃ