পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় মো. মনিরুল ইসলাম, আব্দুল করিম, মটর সাইকেল র্দূঘটনায় আহত হয়েছেন। সূত্র জানায়, শুক্রবার সকালে দুমকি থেকে কলসকাঠী ব্যবসায়িক কাজে যাওয়ার সময় র্দূঘটনা কবলিত হয়ে আহত হয়েছেন। তারা এখন দুমকি হাসপাতালে র্ভতি আছে। আহত মনিরুল ইসলাম, সহকারী শিক্ষক চরবয়রা মাধ্যমিক বিদ্যালয় ও তার ভাই আব্দুল করিম দু’জনই চিকি সাধীন অবস্থায় আছে।