
মো: আসাদুজ্জামান, ভূরুঙ্গামারী প্রতিনিধি: কুড়িগ্রামের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ভুরুঙ্গামারী সিনিয়ার মাদ্রাসার সাবেক ছাত্রদের আয়োজনে ঈদ পূর্ণমিলনী ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৪ এপ্রিল সন্ধ্যায় ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা মোঃ রমিজ উদ্দিন মন্ডল এর সভাপতিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আজিজুর রহমান সরকার, অধ্যক্ষ ভারপ্রাপ্ত ভূরুঙ্গামারী সরকারি কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আনোয়ারুল ইসলাম, অধ্যাপক, রংপুর মডেল কলেজ, ও ২৫-কুড়িগ্রাম-১আসনের জামাত মনোনীত প্রার্থী, অধ্যক্ষ মোহাম্মদ আলতাফ হোসাইন ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসা, ডাক্তার মোঃ সুমন হোসেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ বাইজিদ বোস্তামী। উক্ত অনুষ্ঠানটি উপভোগ করেন প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীরা। এছাড়াও অসংখ্য দর্শকে ভরপুর হয় মাদ্রাসা প্রাঙ্গণ।