
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তুচ্ছ একটি ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা ও বাড়াইল গ্রামের মধ্যে এই সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছে।জানাজায় বৃহস্পতিবার বিকালে সলিমগঞ্জ বাজারের এক দোকানদারের সঙ্গে বাড্ডা গ্রামের ইসাক মিয়ার ভাংতি টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি ঘটে। এরি জেরে সন্ধ্যায় বাড্ডা গ্রামের লোকজন বাড়াইল গ্রামের ছোট্ট মিয়ার বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এর পরপরই উভয় পক্ষ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে,।এতে অন্তত ১২ জন আহত হয়।
গুরুতর আহতদের মধ্যে বাড়াইল গ্রামের আনোয়ার হোসেন, ইসাক মিয়া এবং বাড্ডা গ্রামের সোহাগ মিয়া ও শাহিন মিয়া। শাহিন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের নাম পরিচয় এখনও জানা যায়নি।ঘটনার খবর পেয়ে নবীনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে পরবর্তীতে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে যৌথ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।