
রামুর পূর্বাঞ্চলের সর্বোচ্চ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, ঐতিহ্যবাহী গর্জনিয়া ফইজুল উলুম ফাজিল (ডিগ্রি)মাদ্রাসা’র সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলা ব্যাপক উৎস উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকালে মাদ্রাসা মাঠে বর্ণঢ্য আয়োজনে এ প্রথম বারের মত অনুষ্ঠিত এ মিলন মেলায় বিভিন্ন ব্যাচের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মিলন মেলায় মাদ্রাসার বর্তমান ও সাবেক শিক্ষক এবং প্রতিষ্ঠাতা সদস্যসহ সকল কর্মচারীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন আয়োজন কমিটি।
অনুষ্ঠানে মাদ্রাসার সাবেক অধক্ষ্য আলহাজ্ব মওলানা মোঃ আইয়ুবসহ সাবেক ও বর্তমান শিক্ষকরা বলেন, দীর্ঘদিন পরে হলেও এত সুন্দর এক অনুষ্ঠানে আামাদের মুগ্ধ করেছে। আবার
আমরা অনকে অত্র মাদ্রাসা থেকে অনেক আগে বিদায় নিয়েছি।
প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা আমাদেরকে এ অনুষ্ঠানের মাধ্যমে স্বরণ করে সম্মানিত করেছে এ জন্য খুশি হয়ে শিক্ষার্থীদের জন্য দোয়া করেন।
এসময় তারা আরো বলেন, বর্তমানে আমাদের ছাত্রদের মধ্যে রয়েছে বিসিএস ক্যাডার, সাংবাদিক, ডাক্তার, ব্যাংকার, সরকারি-বেসরকারি বিভিন্ন উচ্চ পদে কর্মরত আছেন। আবার অনেক শিক্ষার্থী সফল রেমিট্যান্স যোদ্ধা।
শিক্ষার্থীদের সফলতা মানে শিক্ষকদের সফলতা। আমরা কামনা করি, এ প্রতিষ্ঠানের ছাত্ররা আরও সফল হোক, সারাদেশে ছড়িয়ে পড়ুক মাদ্রাসা সুনাম। মিলন মেলায় আসা প্রাক্তন শিক্ষার্থীরা ব্যাচ ভিত্তিক বন্ধুরা বসে আড্ডা হাসি ও পুরোনো স্মৃতি চারণে মেতে উঠেন।
মিলন মেলায় অনন্যদের মধ্যে ছিলেন, মাদ্রাসার দাতা সদস্য আবু আব্দুল্লাহ মোঃ জহির উদ্দীন বদরু,সাবেক ভারপ্রাপ্ত অধক্ষ্য আলহাজ্ব মওলানা আবু তাহের, সাবেক উপাধ্যক্ষ মওলানা মোঃ আরমান,বর্তমান সিনিয়র শিক্ষক শফিউল হক,সৈয়দ হোসেন, মাঈনুদ্দিন খালেদ,
মাস্টার শামসুল আলম, মোঃ সেলিম উদ্দিন।
সাবেক শিক্ষক মওলানা নুরুল ইসলাম, মওলানা মোঃ এজাহার,মওলানা মোঃ ইউসুফ,মাস্টার ফয়জুল হাসান,মাহবুবর বহমান, মোজ্জাম্মেল হক, ,প্রাক্তন শিক্ষার্থী মোঃ ইউনুছ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন তৈয়ব উল্লাহ, তৌহিদুল ইসলাম, মওলানা নুরুল আজিজ প্রমূখ।