
কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ জামাতে ইসলামি উলিপুর উপজেলা শাখা আয়োজিত “ঈদ পূনর্মিলনী ও আলোচনা সভা’য় লন্ডন থেকে ভ্যার্চুয়ালী যুক্ত হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সম্ভাব্য প্রার্থী সাবেক শিবির নেতা ব্যারিষ্টার মাহবুবর রহমান সালেহী এ কথা বলেন।
বৃহস্পতিবার (০৩ এপ্রিল) উলিপুর এম.এ.মতিন কারিগরি ও কৃষি কলেজের হলরুমে অনুষ্ঠিত ঈদ পূনর্মিলনী ও আলোচনা সভায় বাংলাদেশে জামাতে ইসলামি উলিপুর উপজেলা শাখার আমির মাওলানা মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে বাংলাদেশ জামাতে ইসলামি কুড়িগ্রাম জেলা শাখা’র সেক্রেটারী মাওলানা নিজাম উদ্দিন, সহকারী সেক্রেটারী মু, শাহ- জালাল সবুজ ও সুরা সদস্য বাংলাদেশ জামাতে ইসলামি কুড়িগ্রাম-অধ্যাপক আব্দুল জলিল সরকার।
সভায়, দলকে পূণর্গঠনে আলোচকগণ ঘোষিত ১লা এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত গণসংযোগ পক্ষে দাওয়াতি অভিযান পরিচালনার কথা জানান দেন।