
‘এসো নামাজ পড়ি কুরআনের আলোকে জীবন গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিঘীরপাড়া ইসলামী আদর্শ কাফেলার উদ্যোগে একটানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ১৭ শিশু-কিশোরদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।
বুধবার বিকালে দিঘীরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাহারচরা এলাকার দিঘীরপাড়া ইসলামী আদর্শ কাফেলার সাইকেল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফেজ শাহাব উদ্দীন। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক। প্রধান মেহমান ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল ইসলাম।
উপস্থিত ছিলেন- ইউনিয়ন যুব বিভাগের সভাপতি গাজী কামরুল ইসলাম কামরান, ছাত্রশিবির বাঁশখালী পশ্চিম শাখার সভাপতি মোহাম্মদ মিরাজ হোসেন, মাওলানা মোহাম্মদ হোসাইন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাও রাশেদুল হক, প্রতিষ্ঠাতা সদস্য হারুনুর রশিদ, উপদেষ্টা ও সৌদি প্রবাসী সাদেক আলী তালুকদারসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।
এদিন টানা ৪১ দিন জামায়াতে নামাজ আদায় করা ১৭ জন শিশু-কিশোর শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল হস্তান্তর করা হয়।