
কলমাকান্দা প্রতিনিধিঃ নেত্রকোনার কলমাকান্দায় পলাতক চোরাকারবারি অলি আহমেদকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন তিনি ভারতে পলাতক ছিলেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।অলি আহমেদ ওই উপজেলার সদর ইউনিয়নের আগবকজান গ্রামের মৃত লাল চাঁন তালুকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, অলি আহমেদ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সুসম্পর্ক রেখে সীমান্ত চোরাচালানের সিন্ডিকেট চালাতেন। সীমান্তের চোরাচালান তাঁর মাধ্যমে নিয়ন্ত্রণ হতো। তাঁর নিজস্ব বাহিনী দিয়ে সীমান্তে ত্রাস সৃষ্টি করে এসব চোরাচালান পরিচালনা করতেন। ২০২৪ সালে কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেন তিনি।
এ ছাড়া তাঁর বিরুদ্ধে একাধিক হামলারও অভিযোগ রয়েছে। ২০০৮ সালে সাত বছরের এক শিশুকে অপহরণ করে ধর্ষণ ও হত্যার দায়ে অলি আহমেদকে মৃত্যুদণ্ড দেন আদালত। পরে উচ্চ আদালতে আপিলের মাধ্যমে শাস্তি কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। চার বছর কারাভোগের পর আইনি প্রক্রিয়ায় তিনি মুক্তি পান