
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নোয়াখালী জেলা শাখার ১০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটির সভাপতি অপর্ণা রায় দাস ও সাধারণ সম্পাদক সমীর কুমার বসু।
গত ২৫ মার্চ স্বাক্ষরিত কমিটিতে সাংবাদিক রনি চৌধুরী ইমনকে আহবায়ক, প্রীতম চন্দ্র দাস দ্বীপকে সদস্য সচিব, শ্যামল দাস, এডভোকেট রতন চন্দ্র মজুমদার, এডভোকেট লিটন চন্দ্র রায়, সঞ্জয় চক্রবর্তী, প্রদ্বীপ সাহা, দ্বিপ্তি প্রভা চৌধুরী, তুষার কান্তি সাহা, পার্থ আশ্চার্য, গৌতম সাহা, অসীম চন্দ্র দাস, উজ্জল কান্তি দাস গুপ্ত, প্রসনজিৎ বণিক, দিপক আইচ, দুলাল ভূঁইয়া, স্বপন সাহা, ভাষ্কর চন্দ্র মজুমদার, শিপন চন্দ্র দাস, রানা সাহা, সবিতা রাণী দাস, শ্যামল কুরি, সমীর কর্মকার, তাপষ চক্রবর্তী, পলাশ চন্দ্র দাস, গিরিদারি বাবু, প্রহলাদ কান্তি গুপ্ত ও শংকর পালকে যুগ্ম আহবায়ক এবং সাংবাদিক বিধান ভৌমিক, পূর্ণবরণ চাষী, অভিজিৎ সাহা, এডভোকেট প্রনব রায়, চন্দন চন্দ্র শীল, শুপ্রিয়া, অরবিন্দ্র দেবনাথ, হরিচন্দ্র মজুমদার, রাজিব আশ্চার্য, স্বপন আশ্চার্য ও বিপ্লব বৈদ্যকে সদস্য করে এই ১০১ সদস্যের কমিটি অনুমোদন করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নোয়াখালীর আহবায়ক সাংবাদিক রনি চৌধুরী ইমন জানান, আগামীদিনে সনাতনীরা যাতে নির্ভয়ে, নিরাপদে উৎসব মূখর পরিবেশে, যেই কোন পূজা উদযাপন করতে পারেন সেই জন্য বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নোয়াখালীর প্রত্যেকটি সদস্য কাজ করবে। এই জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এদিকে নোয়াখালীর আহবায়ক কমিটি অনুমোদন দেওয়ায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি অপর্ণা রায় দাস ও সাধারণ সম্পাদক সমীর কুমার বসুকে ধন্যবাদসহ শুভেচ্ছা জানিয়েছেন নোয়াখালীর নেতৃবৃন্দ।