
জেলা কারাগার, পটুয়াখালী’র কারারক্ষী সাজেদুর রহমান – ১২২৯৬( ৪৫)’র প্রথম জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। জানা গেছে, তাঁর জানাজার নামাজ জেলা কারাগার, পটুয়াখালী’র সামনে ৩ এপ্রিল বৃহস্পতিবার জোহর বাদ অনুষ্ঠিত হয়। কারারক্ষী সাজেদুর রহমান’র জানাজার নামাজে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কারা অধিদপ্তর, ঢাকা’র অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল ও জেলা কারাগার, পটুয়াখালী’র জেলার লাবলু সহ জেলা কারাগার, পটুয়াখালী’র বিভিন্ন স্তরের অন্যান্য কর্মকর্তা বৃন্দ এবং কারারক্ষী গন।এরিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে কারারক্ষী সাজেদুর রহমান’র মরদেহ বাহী এম্বুলেন্স ( গাড়ী) তাঁর গ্রামের বাড়ি সাং -টাংগারপাড়া,থানা- শ্রীবরদী ও জেলা- শেরপুর এর পথে রওনা হয়েছে। উক্ত এম্বুলেন্স ( গাড়ী)তে কারারক্ষী সাজেদুর রহমান’র স্ত্রী, আত্মীয়-স্বজন ও জেলা কারাগার, পটুয়াখালী’র দু’জন কারারক্ষী রয়েছেন বলে জানা গেছে। প্রসঙ্গত:জেলা কারাগার, পটুয়াখালী’র কারা ব্যারাক থেকে কারারক্ষী সাজেদুর রহমান’র ঝুলন্ত মরদেহ গতকাল বুধবার সন্ধ্যার পরে উদ্ধার করা হয় বলে জানা যায়। কারারক্ষী সাজেদুর রহমান’র মরদেহ’র ময়নাতদন্ত করা হয়। এ সংবাদের সাথে ছবি টি সংগৃহীত।