
সাজ্জাদ হোসাইন শাহীন -জামালপুর প্রতিনিধিঃ আগামীর প্রয়োজনে আমরা এই প্রতিপাদ্যে পূর্ব মালঞ্চ মধ্যপাড়া স্বেচ্ছাসেবী সংগঠন এর কমিটি গঠিত হয়েছে।
গত মঙ্গলবার (১ এপ্রিল) রাতে জামালপুরের মেলান্দহ পূর্ব মালঞ্চ মধ্যপাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের অস্থায়ী অফিসে কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হয় মোঃ হাসান মাহমুদ , সাধারণ সম্পাদক আব্দুল লতিফ । এ সময় কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। স্বেচ্ছাসেবী সংগঠন গঠনের উদ্দেশ্য নিয়ে নবাগত কমিটির দায়িত্বপ্রাপ্তরা জানান,এলাকায় শিক্ষার মানোন্নয়ন বৃদ্ধি ও দারিদ্র্য শিক্ষার্থীদের শিক্ষার মান বৃদ্ধিতে শিক্ষা বৃত্তির আওতায় আনা হবে।এলাকার লোকজনের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব প্রতিরোধে সচেতনতা গড়ে তুলা হবে। ঈদ,রমজান ও প্রাকৃতিক দুর্যোগ কালীন সময় ত্রান কার্যক্রম রাখা হবে।সামাজিক ব্যাধি যৌতুক প্রথা থেকে উত্তরণে গ্রামের লোকজনের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে। উল্লেখ্য, কমিটি গঠনের পূর্বেই কমিটির সদস্যদের নিজস্ব অর্থায়নে গ্রামের নিম্ন আয়ের লোকজনের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।