
লালমনিরহাটরে কালীগঞ্জের দলগ্রামে একতা যুব সমাজকল্যাণ সংস্থা নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে একজন এতিম মেয়ের বিয়ের জন্য ৬ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (২ এপ্রিল) রাত ১০ টার দিকে সংগঠনের কার্যালয়ে ওই এতিম মেয়েটির নানু তালুক শাখাতী এলাকার আবেদ আলীর হাতে এই অর্থ সহায়তা প্রদান করেন সংগঠনটির সভাপতি সহিদুল ইসলাম ,সহ-সভাপতি মোকলেছার রহমান,সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক খাদেমুল ইসলাম রতন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক বাবুল মিয়া, শিক্ষা বিষায়ক সম্পাদক কহিনুর ইসলাম, ধর্ম বিষায়ক সম্পাদক রফিকুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক আশিক মিয়া,সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জুয়েল ইসলাম,সহ-সাংগঠনিক সম্পাদক মাহামুদুল ইসলাম তুষার, আব্দুল আজিজ,বুলু মিয়া,দৌলত হোসেন,সাজু মিয়া,আল ইমরান,ছোটন,মিলনসহ সংগঠনের সকল সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সাংগঠনিক সম্পাদক খাদেমুল ইসলাম রতন বলেন,স্বেচ্ছায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এই সংগঠনের কাজ। গত ২০২২ সাল থেকে সমাজের পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা করাসহ বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত রয়েছে সংগঠনটি। আমাদের সংগঠনের এটাই প্রত্যাশা যাতে করে সুশীল সমাজের প্রতিটি মানুষ যেন এই রকম অসহায় হতদরিদ্র মানুষের পাশে এগিয়ে আসে।
সংগঠনে সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম বলেন, আমাদের সংগঠনের উদ্যোগে বিগত দিনে আমরা সমাজের পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা করাসহ বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত রয়েছি।গরীব-দুখী মানুষের পাশে দাঁড়ানোয় আমাদের উদ্দেশ্য। অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্যকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে স্থানীয়রা ।
সংগঠনের সভাপতি সহিদুল ইসলাম বলেন, আমাদের সংগঠনটি একটি স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন। আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য সমাজের গরিব দুখি ও অসহায় মানুষের পাশে দাড়ানো। সংগঠনটি সামাজিক উন্নয়ন ও মানবিক কাজে সবসময় সবার পাশে থাকবে ইনশাআল্লাহ। আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন আমরা যেন সমাজ সেবায় একতাবদ্ধ হয়ে কাজ করে যেতে পারি।