ঢাকা, সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নড়াইলে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন
নোয়াখালীতে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত আটক
খুলনা রেঞ্জে পুলিশের নতুন দিগন্ত ডিআইজি মো.রেজাউল হক পিপিএম
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ পুলিশ কর্মকর্তা
ভারতের নিষেধাজ্ঞায় উদ্বিগ্ন আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ীরা
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি নিহত ছাত্রদল নেতা নয়নের পরিবারের দায়িত্ব নিল
পঞ্চগড়ের বোদায় ৩১ শয্যার জনবলে চলছে ৫০ শয্যার হাসপাতাল
চট্টগ্রাম প্রবাসী ক্লাবের বর্ধিত সভা
পাঁচবিবিতে ধুরইল আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলে পুরস্কার বিতরণ
মিরপুরের বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে
রাজধানীতে ৭০৪ জন আনসার-ভিডিপি সদস্যকে নিয়ে টিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু
এলজিইডির প্রকল্পের টাকায় স্ত্রীকে গাড়ি-বাড়ি কিনে দিচ্ছেন পরিচালক
মিরপুরের বস্তিতে আগুন
খুলনায় যানজটমুক্ত নগরী গড়তে ইজিবাইক চালকদের প্রশিক্ষণ

আমতলীতে শত্রুতার জেরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

আমতলী (বরগুনা)প্রতিনিধি ঃবরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ফকির খালী গ্রামে পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ ঢেলে পঞ্চাশ হাজার টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।মঙ্গলবার (১ মার্চ) রাতে ভুক্তভোগী দুই ভাই মোঃ দুলাল মুন্সি ও ফারুক মুন্সির পুকুরে প্রতিবেশী মোঃ মহাসিন মৃধা ও-ই পুকুরে বিষ ঢেলে দিয়ে মাছগুলো নিধন করেছেন বলে অভিযোগ ভুক্তভোগী দুই ভাইয়ের। এতে তাদের
প্রায় আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী দুই ভাই।খোঁজ নিয়ে জানা গেছে, ২০২২ সালে মোঃ মতি পঞ্চায়েত এর কাছ থেকে দুলাল মুন্সি ও ফারুক মুন্সি পুকুর সহ ৭৪.৫ শতাংশ জমি ক্রয় করেন। ক্রয়কৃত ও-ই পুকুরে গত তিন বছর ধরে রুই, কাতলা, চাইনিজ পুটি,পাঙ্গাসসহ বিভিন্ন ধরনের মাছ চাষ করে আসছেন তারা। কিছুদিনের মধ্যে মাছগুলো
বিক্রি করার কথা ছিল। প্রতিপক্ষের লোকজন রাতে বিষ দিয়ে পুকুরের মাছগুলো মেরে ফেলেছে। এতে তাদের প্রায় আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তারা।ক্ষতিগ্রস্থ মৎস্যচাষী মোঃ দুলাল মুন্সি ও ফারুক মুন্সির অভিযোগ, মতি পঞ্চায়েত এর কাছ থেকে ক্রয়কৃত জমিতে থাকা পুকুরের পাড়া নিয়ে প্রতিবেশী মহসিন মৃধার সাথে পূর্ব শত্রুতা ছিল। এর জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করা হয়েছে। পুকুরে বিষ প্রয়োগ করে চলে যাওয়ার সময় প্রতিবেশী আবুল হোসেন তাকে চিনেফেলে।প্রতিবেশী আবুল হোসেন বলেন, মঙ্গলবার রাতে গোজখালী বাজার থেকে বাড়ি ফেরার পথে মহসিন মৃধাকে ও-ই পুকুরের পাড়ে দেখেছি। আমার উপস্থিতি টের পেয়ে দ্রুত সটকে পড়ে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোঃ মহসিন মৃধা বলেন,আমরি এই কাজ করিনি। আমি করলাম নাকি তৃতীয় পক্ষ করল, তদন্ত করলে প্রকতৃ ঘটনা বের হয়ে যাবে।’আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্থ
মৎস্যচাষী লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুনঃ