
ঈদের আনন্দকে পরিপূর্ণ করতে মামাভাগিনা সেবার আলো স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজন করে ঈদ পুনর্মিলনী ও ক্রীড়া অনুষ্ঠান।
২রা এপ্রিল বেলা ১১ টার দিকে জামালপুরের মেলান্দহ উপজেলার মামাভাগিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদ পুনর্মিলনী ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। বল নিক্ষেপ, বেলুন ফাটানো,কলাগাছে উঠা,হাসঁ ধরা ,হাড়ি ভাঙা সহ আরও নানা ধরনের দেশীয় খেলাধুলা । ক্রীড়া প্রতিযোগিতায় বয়স্ক, যুবক, কিশোর ও ছোট বাচ্চাদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। ঈদের আনন্দ আরও বেশি ভাগাভাগি করতে এমন আয়োজনে বেশ খুশি এলাকার মানুষ। গ্রামে ক্রীড়া প্রতিযোগিতা হলেও সেখানে ছিলো না কোন কিছুর কমতি।সবশেষে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। তিন ক্যাটাগরিতে তিনজনকে সম্মননা স্মারক প্রদান করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা আশরাফুল ইসলাম বিপুলকে (মরণোত্তর) সম্মননা স্মারক, আলহাজ্ব আবুল হোসেন মাষ্টারকে অধিক সংখ্যক জানযায় অংশগ্রহণের জন্য শুভেচ্ছা ও সম্মননা স্মারক ,দ্রুত সময়ের মধ্যে কুরআনুল কারিমের হাফেজ হওয়ায় জোনায়েদ হোসেনকে শুভেচ্ছা ও সম্মননা স্মারক প্রদান করা হয়।
ক্রীড়া অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কিসমত রাজু।
এসময় উপস্থিত ছিলেন মামাভাগিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাশেম,সংগঠনের উপদেষ্টা শাহজাহান সাজু, সহকারি শিক্ষক জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা আঃ রফিক (কুকিজ), সাইফুল ইসলাম সফুর সহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান।