
হবিগঞ্জের মাধবপুরে স্ত্রী হত্যার অভিযোগে স্বামীকে ৪৮ ঘন্টার মধ্যেই গ্রেফতার করছে পুলিশ ।
বুধবার (২এপ্রিল) গভীর রাতে তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘাতক স্বামী নাজমুল হোসেন (২৬)কে নোয়াখালীর সুধারাম থানা পুলিশের সহায়তায় সুধারাম থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করেন ।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ৬ বছর আগে পাশাপাশি হাড়িয়া গ্রামের নাজমুল হোসেন এর সাথে বিয়ে হয় আঙ্গুরার। তাদের পাঁচ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে । বিয়ের কিছুদিন পর থেকেই স্বামীর অত্যাচার নির্যাতন সহ্য করে আসছে আঙ্গুরা । শিশু সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে নানা কষ্টেও সংসার করে আসছেন আঙ্গুরা বেগম । সোমবার ঈদের দিন ভোরে ঘাতক নাজমুল হোসেন আঙ্গুরাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় ।
এব্যাপারে নিহতের পিতা মোহাম্মদ আলী (১ এপ্রিল) মঙ্গলবার নাজমুল হোসেনকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহানুর ইসলাম জানান, বুধবার আসামিকে হবিগঞ্জ বিচারিক আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে ।
ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, হবিগঞ্জ পুলিশ সুপারের দিক নির্দেশনায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে নাজমুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে । তাকে আদালতে প্রেরণ করা হবে ।