
বুধবার সকালে মরহুমের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের বাবা, কলমাকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী মোস্তফা কামাল মনসুরের (ফরিদ চেয়ারম্যান) এর আজ চতুর্থ মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আজ বুধবার সকালে মরহুমের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। পরে ছত্রংপুরস্থ পারিবারিক বাড়িতে এবং কলমাকান্দা উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদরাসায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
মরহুমের বড় ছেলে ব্যারিস্টার কায়সার কামাল সকলের কাছে দোয়া ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।