
আব্দুল মজিদ মল্লিক,জেলা প্রতিনিধি নওগাঁ:নওগাঁর মান্দায় নিখোঁজের ২ দিন পরে আব্দুল জব্বার নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ বুধবার সকালে উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে মহাদেবপুর উপজেলার নারায়ণপুর গ্রামের তুচ্ছ ঘটনার জেরে জহুরুল ইসলাম খোকন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
পুলিশ এ দুই ঘটনায় মৃত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর জেনারেল হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে মান্দা থানার ওসি মুনছুর রহমান জানান, উপজেলার নুরুল্লাবাদ গ্রামের আব্দুল জব্বার স্থানীয় এক ব্যক্তির কাছে পাওনা টাকা চাইতে গিয়ে নিখোঁজ হন। বুধবার সকালে কসব ইটভাটার কাছে তাঁর অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর সদর জেনারেল হাসপাতালে পাঠায়।
অন্যদিকে মহাদেবপুর থানার ওসি শাহীন রেজা জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় মহাদেবপুরের নারায়ণপুর গ্রামে বাড়ির পাশে চার্জার রিক্সা রাখার ঘটনাকে কেন্দ্র একই গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় আহত জহুরুল ইসলামকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১ টায় মারা যান। এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।#