ঢাকা, সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভারতের নিষেধাজ্ঞায় উদ্বিগ্ন আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ীরা
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি নিহত ছাত্রদল নেতা নয়নের পরিবারের দায়িত্ব নিল
পঞ্চগড়ের বোদায় ৩১ শয্যার জনবলে চলছে ৫০ শয্যার হাসপাতাল
চট্টগ্রাম প্রবাসী ক্লাবের বর্ধিত সভা
পাঁচবিবিতে ধুরইল আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলে পুরস্কার বিতরণ
মিরপুরের বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে
রাজধানীতে ৭০৪ জন আনসার-ভিডিপি সদস্যকে নিয়ে টিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু
এলজিইডির প্রকল্পের টাকায় স্ত্রীকে গাড়ি-বাড়ি কিনে দিচ্ছেন পরিচালক
মিরপুরের বস্তিতে আগুন
খুলনায় যানজটমুক্ত নগরী গড়তে ইজিবাইক চালকদের প্রশিক্ষণ
আ.লীগ কেন্দ্রীয় কার্যালয় এলাকায় মিছিলের চেষ্টা, ১১ নেতাকর্মী আটক
জলঢাকায় কিশোরীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
তানোরে লাশ উদ্ধারের ঘটনায় ৬ জনের নামে হত্যা মামলা গ্রেপ্তার ৩ জনকে জেল হাজতে প্রেরন
কোরবানির ঈদকে সামনে রেখে আমিন বাজার ল্যান্ডফিল আকস্মিক পরিদর্শন করেন ডিএনসিসি প্রশাসক
জমি দখল ও হয়রানির অভিযোগে রায়পুরে সংবাদ সম্মেলন

নড়াইলে’ঊষার আলোর সূর্যসংঘে’র পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা

নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে সামাজিক সংগঠন ঊষার আলো সূর্যসংঘ এর পক্ষ থেকে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার (২ এপ্রিল) সকাল ১০ টা থেকে শুরু করে দুপুর ১টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মাননা প্রদান করা হয়। ঊষার আলোর সূর্যসংঘের সভাপতি মিনহাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাফায়াত উল্লাহ ও সদস্য কাজী মৌসুমী আফরোজার যৌথ সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, প্রকৌশলী মো. কালাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু, নির্বাহী ম‍্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, জেলা জামায়াতে ইসলামীর আমীর আতাউর রহমান বাচ্চু, বিশিষ্ট ব্যবসায়ী মো. আমিনুল ইসলাম, সংগঠনটির প্রধান উপদেষ্টা শরিফুল ইসলাম ও নড়াইল জেলা ছাত্রশিবিরের সভাপতি এস এম সালাউদ্দিন। এ সময় জেলার মোট দেড়শত কৃতী শিক্ষার্থীকে এ সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। বক্তব্যকালে বক্তারা বলেন, অপরকে দেখে হিংসা নয় বরং নিজেকে প্রতিযোগীর জায়গায় থেকে ভাবতে হবে এবং নিজেকে তৈরি করতে হবে। বর্তমান ছেলে-মেয়েরা লেখাপড়া বাদ দিয়ে মোবাইল ফোন, ইন্টারনেট ও মোবাইল গেমস নিয়ে বেশি ব্যস্ত থাকে। ফলে নিজেরাই নিজেদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এসব থেকে বের হয়ে আসতে হবে। লক্ষ্য করলে দেখা যায় তোমরা মোবাইল চালাও না, বরং মোবাইলই তোমাদের চালায়। এটা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। তোমাদেরকে এখনই জীবনে পরিবর্তন আনতে হবে।

শেয়ার করুনঃ