
লক্ষ্মীপুর সদরে চোর সন্দেহে বিএনপি নেতা রাজু কে পিটিয়ে হত্যার ঘটনায় ৩৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে।
নিহত রাজনের স্ত্রী জোসনা আক্তার বাদী হয়ে সোমবার (৩১ মার্চ) রাতে ওই মামলাটি দায়ের করেন। মামলায় চারজনের নাম উল্লেখ করে আরও ৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত রাজু হোসেন চররুহিতার ইউনিয়নের ৯নং ওয়ার্ড শ্রমিকদলের দপ্তর সম্পাদক দায়িত্বে ছিলেন।
প্রতিবেশী কবির ঘরে মোবাইল চার্জ দিতে যান রাজু এ সময় রাজুকে চোর সন্দেহে আটক করে কবির হোসেন ও তার সহযোগীরা। এক পর্যায়ে অটোরিকশা চোর সন্দেহে কাজল কোম্পানির ইটভাটার সামনের রাস্তায় গাছের সঙ্গে বেঁধে গণপিটুনি দেয়। পাশাপাশি রাতভর নির্যাতন চালানো হয় গ্রেফতাররা হলেন: কবির, ইব্রাহিম, লিটন, ও রেখা বেগম। গ্রেফতার চার আসামিকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ। তিনি বলেন, ‘রাজুকে পিটিয়ে হত্যার ঘটনায় চারজনের নাম উল্লেখ করে আরও ৩০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে ।