
মাদারীপুরের হত্যা মামলার আসামি আল আমিনকে (২৮) ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। তার বিরুদ্ধে দ্রুত বিচার ও বিস্ফোরক দ্রব্য আইনসহ মাদারীপুর সদর থানায় মোট ১৮টি মামলা রয়েছে।
বুধবার (২ এপ্রিল) র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেন।
তাপস কর্মকার বলেন, গত ২৩ মার্চ রাতে ভিকটিম সাকিল মুন্সী (৩৫) তার বাড়ির পিছনে প্রতিবেশি পলাশের জমিতে গেলে পূর্ব শত্রুতার জের ধরে আসামি আল আমিন হাওলাদারসহ (২৮) অন্য আসামিরা দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ভিকটিমকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত করে। ভিকটিমকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‘এ ঘটনায় ভিকটিমের ভাই হাসান মুন্সী (৪৫) বাদী হয়ে মাদারীপুর সদর থানায় একটি মামলা করেন। মামলার বিষয়টি জানতে পারে ঘটনায় জড়িত আসামিরা আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে র্যাব-১০ এর সহযোগিতা চায়।’
তিনি বলেন, এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার (১ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুর বাঘৈর এলাকা থেকে হত্যা মামলার এজাহারনামীয় আসামি আল আমিন হাওলাদারক গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামির বিরুদ্ধে দ্রুত বিচার ও বিস্ফোরক দ্রব্য আইনসহ মাদারীপুর সদর থানায় মোট ১৮টি মামলা রয়েছে জানিয়ে তিনি বলেন, গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিআই/এসকে