
গোপালগঞ্জ জেলার রাজপাট গ্রামের বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব:) এ এফ এম নবিউল হক মারা গেছেন।
রবিবার বেলা ১০টা ৪০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সি এইম এইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। একইদিন বাদ আছর রাজপাট গ্রামে তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি),কাশিয়ানী,গোপালগঞ্জ মুনমুন পাল এর উপস্থিতিতে কাশিয়ানী থানার ওসির নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ডঅব অনার প্রদান করেন। এসময় কাশিয়ানী উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানাজা নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব:) এ এফ এম নবিউল হক মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
ডিআই/এসকে