ঢাকা, রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
তীব্র তাপপ্রবাহে পঞ্চগড়ের মানুষসহ প্রাণিকুলের হাঁসফাঁস অবস্থা
কুড়িগ্রামে বাড়ির পাশেই মিললো স্কুলছাত্রীর লাশ
মহিপুরে সমিতির নির্বাচনে নির্বাচিত হলেন যারা
“অপারেশন ডেভিল হান্ট” কলাপাড়ায় সাবেক চেয়ারম্যানসহ গ্রেফতার-৬
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা
সাবেক পাবলিক প্রসিকিউটরকে অপহরণের পর মুক্তিপণ দাবি: ভুক্তভোগী উদ্ধারসহ চক্রের ৩ সদস্য গ্রেফতার
বিএনপির কার্যালয় উদ্বোধনে আ.লীগ নেতারা, সমালোচনার ঝড়
নন্দিত টেলিভিশনের মাধ্যমে কৃষি সংবাদ পরিবেশনায় শ্রেষ্ঠত্ব সন্মানে ভূষিত হয়েছেন আলমগীর হোসেন 
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
হাসিনার সহকারী প্রেস সচিব বিটু ও সাবেক এমপি শামীমা গ্রেফতার
বাইশারীতে গভীররাতে দুর্বত্তদের দেওয়া আগুনে এক বসতঘর পুড়ে ছাই
হোমনায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন
ফুলবাড়ীতে গাঁজা সহ আটক-১
আমতলীর সাবেক চেয়ারম্যান সামসুদ্দিন আহম্মেদ ছজুর ইন্তেকাল
বিরামপুরে প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

ছুটির রাতে ঢাকায় ছিনতাই করতেন তারা

রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন মো. হৃদয় (১৯), মো. রুমান (২০) এবং মো. সুজন (১৯)।

গ্রেফতারকৃতরা শুধুমাত্র সাপ্তাহিক ছুটির দিনে ছিনতাই করেন। সাধারণত বৃহস্পতিবার রাত ও শনিবার ভোরই তাদের প্রধান টার্গেট। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে তিনটি চাকু উদ্ধার করা হয়।

শুক্রবার (১ ডিসেম্বর) ভোরে মিরপুর মডেল থানার ১০ নম্বর সেকশনের ঝুটপট্টি রাব্বানী হোটেলের সামনে থেকে গ্রেফতার করা হয় তাদের।

শুক্রবার ( ১ ডিসেম্বর ) রাতে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এসব তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতাররা মিরপুরের চিহ্নিত ছিনতাইকারী। তাদের মধ্যে সুজন ও রুমান পেশায় পোশাককর্মী। আর হৃদয় সিএনজিচালিত অটোরিকশার চালক।

ওসি আরও বলেন, বৃহস্পতিবার রাতে অনেকেই ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি যান। আবার অনেকে ঢাকায় ফেরেন। এসব যাত্রীদের টার্গেট করে ছিনতাইকারী। তাই বৃহস্পতি ও শুক্রবার সারারাত তারা রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরেন। এরমধ্যে বৃহস্পতিবার রাত এবং শনিবার ভোরে ছিনতাই করেন।

কোনো যাত্রীকে একা পেলেই চাকু ধরে সব ছিনিয়ে পালিয়ে যান। শুক্রবার ভোরেও তারা এমন যাত্রীর অপেক্ষায় ছিলেন। ভোর ৫টার দিকে মিরপুরে রাব্বানি হোটেলের সামনে ঘুরাঘুরি করলে পুলিশের সন্দেহ হয়। তাদের থামতে বললে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তল্লাশি করে গ্রেফতারদের কাছ থেকে তিনটি চাকু উদ্ধার করা হয় বলে জানান মিরপুর মডেল থানার ওসি।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ