
কচ্ছপিয়া ইউনিয়নের বিএনপির নেতা কর্মীরা দীর্ঘদিন পরে সকলের সাথে উৎসব মুখর পরিবেশে ঈদ উদযাপনের পাশাপাশি দলের নেতাকর্মী ও বিশিষ্টজনদের সঙ্গে ঈদ উপলক্ষে কচ্ছপিয়ার বিভিন্ন ওয়ার্ডে শুভেচ্ছা বিনিময় করেন।
মঙ্গলবার (১ এপ্রিল) মোটরসাইকেল শোডাউন করে বিএনপির নবগঠিত কমিটির সভাপতি মোঃ ছৈয়দ আলম এর নেতৃত্বে অসংখ্য নেতাকর্মীরা ১-৯ নং ওয়ার্ডের দলীয় নেতাকর্মী,জনসাধারণ, বিশিষ্টজনের সাথে কুলাকুলির মাধ্যমে শুভেচ্ছা ও কৌশল বিনিময় করেন।
এসময় কচ্ছপিয়া বিএনপির সভাপতি ছৈয়দ আলম নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের খোঁজ খবর নেন এবং সবাইকে বিএনপির কেন্দ্রীয় মৎস্য জীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজলের পক্ষে তিনি সালাম ও ঈদের শুভেচ্ছা জানান।
এসময় সাথে ছিলেন কচ্ছপিয়া বিএনপির নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মাইমুনুল হক মামুন, জয়নাল আবেদীন টুক্কু, সহ সভাপতি আব্দুল খালেক, ফয়জুল আকবরসহ ৯ ওয়ার্ডে সভাপতি,সাধারণ সম্পাদকসহ অসংখ্য নেতাকর্মী।