ঢাকা, সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নড়াইলে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন
নোয়াখালীতে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত আটক
খুলনা রেঞ্জে পুলিশের নতুন দিগন্ত ডিআইজি মো.রেজাউল হক পিপিএম
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ পুলিশ কর্মকর্তা
ভারতের নিষেধাজ্ঞায় উদ্বিগ্ন আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ীরা
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি নিহত ছাত্রদল নেতা নয়নের পরিবারের দায়িত্ব নিল
পঞ্চগড়ের বোদায় ৩১ শয্যার জনবলে চলছে ৫০ শয্যার হাসপাতাল
চট্টগ্রাম প্রবাসী ক্লাবের বর্ধিত সভা
পাঁচবিবিতে ধুরইল আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলে পুরস্কার বিতরণ
মিরপুরের বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে
রাজধানীতে ৭০৪ জন আনসার-ভিডিপি সদস্যকে নিয়ে টিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু
এলজিইডির প্রকল্পের টাকায় স্ত্রীকে গাড়ি-বাড়ি কিনে দিচ্ছেন পরিচালক
মিরপুরের বস্তিতে আগুন
খুলনায় যানজটমুক্ত নগরী গড়তে ইজিবাইক চালকদের প্রশিক্ষণ

কালিগঞ্জে চৌমুহনী ফাজিল মাদ্রাস বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী 

আলমগীর হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা

কালিগঞ্জ উপজেলার দারুল উলুম চৌমুহনী ফাজিল মাদ্রাসার বর্তমান ও সাবেক শিক্ষক ও ছাত্র ছাত্রীদের ১ম পুনমিলনী অনুষ্ঠান ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে। চৌমুহনী দারুল উলুম ফাজিল মাদ্রাসার আয়োজনে মঙ্গলবার (১ এপ্রিল২৫) ঈদুল ফিতরের পরের দিন সকাল ৯ টায় মাদ্রাসা প্রাঙ্গনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী সম্বর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এনবিআর এর উপদেষ্টা ও এসডিএফ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ। দারুল উলুম চৌমুহনী ফাজিল মাদ্রাসার (অবঃ) অধ্যক্ষ আব্দুল কাদের হেলালির সভাপতিত্বে ও মাদ্রাসার সাবেক ছাত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার এপিএস মাহবুব আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ শিকড় এর পরিচালক মাওলানা আজিজুর রহমান, সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, ঢাকা তালিমুল মিল্লাত মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আব্দুল গাফফার, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান, সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান সাগর, কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোশারফ হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, ন্যাশনাল ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি অনুষ্ঠানের পৃষ্ঠপোষক শেখ আকতার উদ্দিন আহমেদ, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ শিক্ষক মণ্ডলী, সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে মাদ্রাসার সাবেক ও বর্তমান ৬’শ জন রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীকে পাঞ্জাবি, ব্যাগ ও উপহার প্রদান এবং সম্মানিত অতিথি সাবেক শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এরপরে বিকাল থেকে গভীর রাত অবধি পর্যন্ত সাতক্ষীরার কপোতাক্ষ শিল্পগোষ্ঠী ও উত্তাল শিল্পীগোষ্ঠী ও শ্যামনগরের বিহঙ্গ টিভি শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসার বর্তমান ও সাবেক শিক্ষক, শিক্ষার্থী, সুধীজন, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক অত্র মাদ্রাসার প্রাক্তন কৃতি ছাত্র মাওঃ মুজিবুর রহমান, সদস্য সচিব মুহাম্মাদ মাহবুব আলম ও মুখ্য সমন্বয়ক মুহাম্মাদ আব্দুর রবসহ অন্যান্য সদস্যবৃন্দ সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পুনর্মিলন অনুষ্ঠান সম্পন্ন করেন।

শেয়ার করুনঃ