ঢাকা, বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত : আটক ২
নান্দাইলে সালিশের আহবায়কের বাড়ি-ঘরে হামলা ভাংচুর ও লুটপাট , থানায় অভিযোগ দায়ের
আমতলীতে ওয়ার্ড বিএনপির সভাপতির নেতৃত্বে বিদ্যালয়ের খেলার মাঠ দখল
নান্দাইলে এস.আর.বি ইটভাটায় জিম্মি থাকা ২০ জন শ্রমিককে উদ্ধার: আটক ২
কলমাকান্দায় বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামালের পিতার ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত
আমতলীতে শত্রুতার জেরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
মোরেলগঞ্জে জামায়াত ইসলামীর আয়োজনে ঈদ পুর্নমিলনী সভা
নলতায় বাংলাদেশ জামায়াত ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
মার্চে ২৯৮ ভুল তথ্য প্রচার, বাদ যাননি ড.ইউনূস-সেনাপ্রধান
সেবার আলো স্বেচ্ছাসেবী সংগঠনের ঈদ পুনর্মিলনী ও ক্রীড়া অনুষ্ঠান
সাপাহারে ভ্রাম্যমান আদালতের ১৬ টি মামলা-জরিমানা আদায়
বোয়ালমারীতে ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার
মাধবপুরে স্ত্রী হত্যার আসামি ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার
বিএনপির আইন সম্পাদকের বাবার চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ
রেমিট্যান্স যোদ্ধাদের অ্যাওয়ার্ড দিলেন গাইয়ারচর ইসলামিক ইয়ং লিডার্স প্লাটফর্ম

সহকারি অ্যাটর্ণি জেনারেল মনিরুজ্জামান’কে মোংলায় নগরিক সংবর্ধনা

মোংলা প্রতিনিধি:জুলাই গণঅভ্যুত্থানের গণআকাংখা বাস্তবায়নে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার তথা সুশাসন নিশ্চিত করতে হবে। একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা অকাতরে তাদের জীবনকে উৎসর্গ করেছেন। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে কোন ফ্যাসিবাদের জায়গা হবেনা। অন্তর্ভূক্তিমূলক স্থায়িত্বশীল উন্নয়নে আইনের শাসন, সম্প্রীতি ও মানবিক মোংলা প্রতিষ্ঠায় আপনাদের সাথে কাজ করতে চাই। ০১ এপ্রিল মঙ্গলবার বিকেলে মোংলার মিঠাখালী বাজারে মোংলা নাগরিক সমাজ’র আয়োজনে নাগরিক সংবর্ধনার জবাবে সংবর্ধিত প্রধান অতিথির বক্তৃতায় নবনিযুক্ত সহকারি অ্যাটর্ণি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান একথা বলেন।মঙ্গলবার বিকেল ৫টায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সমাজ’র আহ্বায়ক সাংবাদিক ও পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন মোংলা থানা অফিসার ইনচার্জ মোঃ আনিসুর রহমান, বিএনপি নেতা স. ম. ফরিদ, আব্দুল মান্নান হাওলাদার, জামায়াত নেতা মাওলানা আবু হানিফ, আইউব আলী হাওলাদার, ইমাম রকিবুল ইসলাম, মোংলা প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান, সুন্দরবন জাদুঘরের পরিচালক সুভাষ চন্দ্র বিশ্বাস, মোংলা টেকনিক্যাল ও বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মোঃ সেলিম, মোংলা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. অসিত বসু, জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খন্দকার তুহিনুজ্জামান, ব্যাংকার জহির আহমেদ, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এ মামুন, সার্ভিস বাংলাদেশ’র সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, উপকূলীয় নারীনেত্রী কমলা সরকার প্রমূখ। এর আগে আনসার বিদ্রহে নিহত মোংলার শহিদ শাহিন হাওলাদারের কবর জিয়ারত সহ তার পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করেন তিনি।

প্রধান অতিথির বক্তৃতায় মোংলার কৃতি সন্তান ঢাকা বিশ^বিদ্যালয়ের মেধাবী ছাত্র খ্যাতিমান আইনজীবী নবনিযুক্ত সহকারি অ্যাটর্ণি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে আরো বলেন আমরা এমন কোন কাজ যেন না করি যাতে শহীদদের আত্মা কষ্ট পায়। তিনি অপরাধ দমনে আইনশৃংখলা বাহিনীকে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক মোঃ নূর আলম শেখ বলেন রাস্ট্র মেরামতে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার কার্যক্রমকে গুরুত্ব দিত হবে। দেশে যাতে আর কোনদিনও ফ্যাসিবাদী মতাদর্শ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে তার জন্য গণঅভ্যুত্থানের অংশীজনদের সতর্ক থাকতে হবে। নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। সবশেষে প্রধান অতিথি সহকারি অ্যাটর্ণি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামানের সম্মানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

শেয়ার করুনঃ