
আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ) থেকে: নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী খবিরুল ইসলাম মোটরসাইকেল শোডাউন দিয়েছেন। মঙ্গলবার (১লা এপ্রিল) সকাল ৯ টায় মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠ হতে শত’শত মোটরসাইকেল নিয়ে শোডাউনটি উপজেলার আট ইউনিয়ন ঘুরে কলেজ মাঠে এসে শেষ করেন।
শোডাউনের শুরুতে আগত কর্মীসমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেন নওগাঁ-৬(আত্রাই-রাণীনগর) আসনে জামাতে ইসলামির এমপি প্রার্থী জেলা কর্ম পরিষদ সদস্য খবিরুল ইসলাম বলেন, কেন্দ্রের নির্দেশনা অনুসারে আজকে আমরা ইদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করবো। এসময় জুলাই-আগষ্টে আন্দোলনে জীবনের মূল্যবান সম্পদ উৎসর্গকারীর আত্মার রুহের মাগফেরাত কামনা করেন। সেইসাথে অসুস্থদের সুস্থতা চেয়ে আল্লাহর কাছে ফরিয়াদ কামনা করেন।
এসময় আত্রাইয়ের জমিনে শুয়ে থাকা দুইজন শহীদ শাকিল আনোয়ার ও শেখ ফাহামিন জাফরকে স্মরণ করে তিনি আরও বলেন, তাঁদের আত্মদানের বিনিময়ে আগামীতে আমাদের বিজয় আসবে উল্লেখ করে শুকরিয়া আদায় করেন। এসময় আফগানিস্তান ও ফিলিস্তিনের মা-বোন ও জনসাধারণের ওপর জুলুম ও নির্যাতনের কথা উল্লেখ করে সেখানকার ইহুদিদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।
তিনি বলেন, জনগণ এখন বুঝতে শিখেছে এদেশে আর নৈরাজ্য হতে দেওয়া হবে না। আগামী দিনে মানবিক ও কল্যাণ রাষ্ট্র উপহার দিতে ইসলামী আন্দোলনের সকল কর্মীকে সোচ্চার হয়ে কাজ করার আহবান জানান। যেহেতু ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষ মানবিক গুনাবলি সম্পন্ন রাষ্ট্র চায় সেহেতু আমরা কারো উস্কানিতে পা-বাড়াবো না। আল্লাহ ধৈর্য্যশীল মানুষকে পছন্দ করেন এবং তাঁকে সম্মানের সর্বোচ্চ স্থানে কবুল করেন।
শোডাউনে জামাতের উপজেলা আমীর আসাদুল্লাহ আল গালীব, নায়েবে আমীর ওসমান গনি, সেক্রেটারী তোজাম্মেল হকসহ উপজেলা ও ইউনিয়ন জামাতের নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। শোডাউনকালে উপজেলার বান্দাইখাড়া ও সমসপাড়া বাজারে সংক্ষিপ্ত পথসভা করেন তিনি।